গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডলের নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় পৌরশহরের উত্তর বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে রংপুর ঢাকা মহাসড়কসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্থানীয় বঙ্গবন্ধু (রাব্বি মোড়) মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু সুধাংশু, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহীদুল্লাহেল কবির ফারুক, পলাশবাড়ী উপজেলা যুবলীগ সহ-সভাপতি আবু মুসা সুমন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ সুমন, উপজেলা শ্রমিক লীগ আহবায়ক আবুল কালাম আজাদ, শ্রমিক লীগ সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশটির সঞ্চালনায় ছিলেন উপজেলা আ’লীগ সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মোস্তফা।