র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় ২৭ অক্টোবর ২০.২০ ঘটিকা হতে ২২.৪০ ঘটিকা পর্যন্ত র্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “পাবনা জেলার সাঁথিয়া থানাধীন সিলন্দা বাজার এলাকা এবং আতাইকুলা থানাধীন মঙ্গলদিয়া গ্রামে” পৃথক পৃথক জায়গায় অভিযান পরিচালনা করে যৌতুকের জন্য শ্বাসরোধ করে হত্যা ও সহায়তা মামলার এজাহার নামীয় ১ ও ২নং আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি ১। মোঃ জাহিদুল ইসলাম (২২), পিতা-মোঃ ইছাহক প্রামানিক, ২। মোঃ ইছাহক প্রামানিক (৪৫), পিতা-মৃত গফুর প্রামানিক, উভয় সাং-বারুই টেপরি, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।
এজাহার সূত্রে জানা যায় যে, ধৃত ০১ নং আসামি পরিবারের কথায় তার স্ত্রীকে যৌতুকের টাকার জন্য চাপ সৃষ্টি করে।ভিকটিম যৌতুকের টাকা দিতে না পারায় বিভিন্ন সময় তাকে বকাবকি ও মারপিট করা হত।ধৃত ০১ নং আসামি যৌতুকের টাকার জন্য ভিকটিমের বাবার বাড়ির লোকজনের সাথে খারাপ ব্যবহার করে এবং টাকা না পেলে শাস্তি দিবে এবং মেরে ফেলার হুমকিও প্রদান করে।এমতাবস্থায়, গত ২২-১০-২০২৩ খ্রি. তারিখে তাদের চাহিদা মোতাবেক যৌতুক না পেয়ে ধৃত ০২ নং আসামির সহায়তায় ধৃত ০১ নং আসামি ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে।পরবর্তীতে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।যার মামলা নং-৩৬ তারিখ ২৩-১০-২০২৩; ধারাঃ- ১১(ক)/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারায় মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।