সিরাজগঞ্জের তাড়াশের পৌর শহরের বিভিন্ন মাদ্রাসায় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপির পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় তাড়াশ পৌর শহরের সোলাপাড়া, মঙ্গলবাড়ীয়া, রগুনারী সহ বিভিন্ন হাফিজিয়া,কয়ামীয়া ও মহিলা মাদ্রাসায় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপির পক্ষ থেকে এ সব কম্বল বিতরণ করেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের তাড়াশ উপজেলার সাধারণ সম্পাদক সিরাজ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমূখ।