মোঃ মামুন,চরফ্যাশন (ভোলা) :
আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে বিএনপি-জামায়াতকে রাজপথে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
দুলারহাট থানা আওয়ামী লীগের নেতাদের সমন্বয় আয়োজনে শুক্রবার দুলারহাট থানা আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তুতি সভায় এ হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বিএনপির বিভিন্ন কৌশলী আন্দোলনের প্রতিবাদে এই প্রস্তুতি সভায় আয়োজন করা হয়।এতে সরকারদলীয় বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এসময় মুজিব নগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান আঃঅদুদ মিয়া বক্তব্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশি-বিদেশি নানামুখী চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী হবে।
নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন হাওলাদার বলেন, চক্রান্ত-ষড়যন্ত্র করলে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য প্রস্তুত আছেন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, নুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃহোসেন মিয়া সাংগঠনিক সম্পাদক, মোঃ ফারুক হাওলাদার, নীল কমল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী মিয়া প্রমুখ।