ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ময়মনসিংহ থেকে মাদকমুক্ত করতে ও বিভিন্ন অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে আসছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ)।
জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ) এর অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, ডিবি পুলিশের এসআই (নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন হবিরবাড়ী চওড়াপাড়া সাকিনস্থ হতে ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে মোঃ রাসেল (৩৫) এর কাঠের দোকানের সামনে পাকা রাস্তার পাশে ফাঁকা জায়গায় হইতে ২৬ অক্টোবর ২২.১০ ঘটিকায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
তারা হলোঃ ১। মোঃ আবু বক্কর @ রাকিব (২৫), পিতা-মোঃ হানিফ, মাতা-মৃতঃ রেখা বেগম, সাং-ধানীখলা, ডামের মোড়, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ এ/পিসাং-শফিপুর, লিজ ফ্যাশন, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর, ২। মোঃ রবিন (২৫), পিতা-মৃতঃ জহির উদ্দিন, মাতা-মোছাঃ রেজিয়া বেগম, সাং-সিড়িরচালা, তালগাইছা বাজার, থানা-গাজীপুর সদর, জেলা-গাজীপুর।
এ বিষয়ে ডিবি পুলিশের ওসি ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিনযাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
উদ্ধারকৃত ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।