বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও এ্যাসেডস এর তত্ত্বাবধানে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলায় বাস্তবায়নাধীন প্রিমিয়াম কোয়ালিটি রাইস উৎপাদনের জন্য ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৭ অক্টোবর) তাড়াশ উপজেলায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকারের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট।
তিনি বর্তমান সরকারের কৃষি ক্ষেত্রে অভূতপূর্ব সফলতার চিত্র প্রান্তিক পর্যায়ের কৃষকদের সামনে তুলে ধরে বলেন, কৃষি ক্ষেত্রে এ উন্নয়ন ও সমৃদ্ধি ধরে রাখতে হলে আবারো আমাদের নৌকা মার্কায় ভোট দিতে হবে।শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল বাংলার কৃষক নিরাপদে থাকে।
অনুষ্ঠানে তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।