টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধায় মধুপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি আঃ হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার, সাধারণ সম্পাদক বাবুল রানা, সাংগঠনিক সম্পাদক জাহীদুল কবির জুয়েল, প্রচার সম্পাদক আঃ আজিজ চৌধুরী কার্যকরি কমিটির সদস্য তানভীর তসির, মো. মিজানুর রহমান, আমিনুল ইসলাম মারুফি, মো. ইব্রাহীম, মাহবুবুর রহমান, আব্দুর রাজ্জাক সহ অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মতামত প্রকাশে কিছু উন্নয়ন মুলক কাজের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।আগামী মাসে সেই সকল কাজের কিছু অংশ দৃশ্যমান হবে বলে জানান সাধারণ সম্পাদক বাবুল রানা।এছাড়াও আগামী মাসিক সাধারণ সভা পিকনিক আকারে করার অনুরোধ জানান বেশ কয়েকজন সদস্য।
সভায় সকলের সম্মতি ক্রমে আগামী মাসে সাধারণ সভা যেকোন পিকনিক স্পষ্টে করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।