আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাংগাইলের নাগরপুরে বিভিন্ন ইউনিয়নে ভোট কেন্দ্র কমিটি গঠন করার লক্ষ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার ভাদ্রা ইউনিয়নের আড়রা কুমেদ ভোট কেন্দ্র কমিটি গঠনে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোট কেন্দ্র কমিটি গঠনের ব্যাপারে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি বলেন, মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয় একজন দূরদর্শিতা সম্পন্ন নেতা।এমপি মহোদয়ের দিক নির্দেশনায় আমরা নাগরপুরের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিয়ে ভোট কেন্দ্র কমিটি গঠন করছি।আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ ভাতৃপ্রতীম সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ভোট কেন্দ্র কমিটি হচ্ছে।এই ভোট কেন্দ্র কমিটি আগামী জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নাগরপুর উপজেলার বিভিন্ন ভোট কমিটি গঠনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি একেএম কামরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর, মোঃ আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, জাহিদুল হাসান জাহিদ, শেখ শামসুল হক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, মোহাম্মদ আনিসুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক মোঃ ফারুক হোসেন, ছাত্রলীগ সভাপতি আজিম হোসেন রতন, সম্পাদক সজিব মিয়া, ভাদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রতন মিয়া প্রমুখ।