নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ভোরের আলো ফোটার সাথে সাথে বিভিন্ন এলাকা ও আশে পাশের হাজারো মানুষজন জড়ো হতে থাকে দিঘা বিলের পাশে।কারো হাতে পলো, কারো হাতে জাল সবার অপেক্ষা মাছ শিকারে।
শুক্রবার (২৭ অক্টোবর) ভোরে নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের দিঘা বিলে আনন্দগণ পরিবেশে হাজারো মানুষের মাছ ধরার মিলন মেলা ‘হাইত উৎসব’এক আনন্দ আয়োজনে পরিনত হয়েছে।
হাইত উৎসবে মাছ শিকার করতে ভোর থেকে হাজার হাজার সৌখিন মাছ শিকারী তাদের জাল-পলোসহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে হই-হুল্লোড়ের এ আনন্দ আয়োজনে অংশগ্রহন করেন।হাইত উৎসবে স্থানীয়রাও তাদের দূর-দূরান্ত থেকে আসা আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের নিয়ে হই-হুল্লোড় করে ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত দিঘা বিলে মাছ শিকার করেন।
এলাকাবাসী জানান, গতকাল বৃহস্পতিবার বিকালে হাইত উৎসবে মাছ ধরার জন্য বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।মাইকিং শুনে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে আজ শুক্রবার ফজর পর্যন্ত মাছ শিকারীরা জড়ো হন।চন্ডিপাশা ইউনিয়নের ঝলা ও দিঘা বিলে গত ৫০ বছর আগে থেকেই খাল-বিল, জলাশয়ে বছরের এ সময় খাল-বিলের পানি কমে হাঁটু সমান, কোন কোন ক্ষেত্রে কোমর সমান হয়ে এলে ‘হাইত উৎসবে’র আয়োজন করেন এলাকার মানুষজন।দিনক্ষণ ঠিক করে এলাকায় মাইকিং করা হয়।
শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাইত উৎসবে মাছ শিকারীরা পলো, ঠেলা জাল, খড়াজাল, ডুবা ফাঁদ,চাঁই সহ বিভিন্ন রকম সরঞ্জাম নিয়ে মাছ শিকার করতে বিলে নেমে পড়েছে।বিলের দুপাশে বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষরা হাইত উৎসবের মাছ শিকার দেখছে।বিলের আশে পাশে এ যেন এক অন্যরকম আনন্দ বিরাজ করছে।তবে এ বছর বন্যার পানিতে মাছ ভেঁসে যাওয়াতে মাছ শিকারীরা বেশি মাছ শিকার করতে পারেনি।
পাশ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারো বাড়ির বাসিন্দা মো. আরিফ হাসান বলেন, হাইত উৎসবে মাছ শিকার করতে এসে তেমন মাছ পাইনি।তবে সবার সাথে মাছ ধরছে বিলে নেমে ভাল লাগছে।
হাইত উৎসবে মাছ শিকার করতে আসা চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের বাসিন্দা আব্দুস সালাম বলেন-আগের মত হাইত উৎসবের আনন্দ নেই।বর্তমানে কিছু কিছু অঞ্চলে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে গ্রামের মুরব্বিরা হাইত উৎসবের আয়োজন করে।তবে মাছ শিকারীরা তেমন মাছ শিকার করতে পারিনি।
চন্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের মো. বিল্লাল হোসেন বলেন-স্বাধীনতার পর থেকেই এখানে অত্যন্ত সুন্দর পরিবেশে হাইত উৎসবের আয়োজন করা হচ্ছে।প্রায় আশে পাশের ১০-১২ মাইল দূর থেকে মাছ শিকার করতে অনেকে আসে।