নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার কর্মরত এএসআই হুমায়ুন কবির ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ এএসআই হিসাবে নির্বাচিত হয়েছেন। তার হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন নব যোগদানকৃত রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন বিপিএম-বার ও জেলা পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞা, পিপিএম।
গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১১টা পুলিশ লাইনে অপরাধ সভায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি মামলার আসাসী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধারে ভূমিকা, গ্রেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, চোরাই মোবাইল উদ্ধার, বিট পুলিশিং করা, বিভিন্ন রাজনৈতিক সামাজিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় হুমায়ুন কবির’কে সেপ্টেম্বর মাসের জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করেছে।
এএসআই হুমায়ুন কবির বলেন, মাননীয় রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন বিপিএম-বার স্যার ও মাননীয় জেলা পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞা, পিপিএম স্যার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভালো কাজের জন্য পুরস্কৃত করায়। আর আমার সব সময়ের চাওয়া জনগণের নিরাপত্তা প্রদানের স্বার্থে সার্বক্ষণিক দায়িত্বশীল থাকা। কোতোয়ালী মডেল থানার ওসি স্যারের সহযোগিতা করায় আমরা এ পুরস্কার অর্জন করতে পেরেছি।