শেরপুরের নকলায় সাংবাদিকদের সাথে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ২৬ অক্টোবর রাতে ওসি’র কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত ওসি আব্দুল কাদের বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সকল অপরাধ কমে যাবে।এছাড়াও তিনি তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে এ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদ, নকলা প্রেস ক্লাবের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রাজন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ হযরত আলী, দৈনিক তথ্যধারা প্রতিনিধি হারুনুর রশিদ, দৈনিক জাহান প্রতিনিধি শাহ ফুয়াদ হোসেন, দৈনিক ব্রহ্মপুত্র প্রতিনিধি শাহাজাদা স্বপন, বিজয় টিভি প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি শফিউল আলম লাভলু, দৈনিক আজকের বাংলাদেশ প্রতিনিধি শফিউজ্জামান রানা প্রমুখ।
উল্লেখ্য, ওসি আব্দুল কাদের মিয়া ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই মেয়ে ও এক ছেলের জনক।এর আগে তিনি শেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় পুলিশ পরিদর্শক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।