ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (২৫ অক্টোবর) রাতে বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানায় তাদের নামে মামলা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে মর্মে রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন-রাণীশংকৈল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, এম আর বকুল মজুমদার (৩৭), নেকমরদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান আতিক (৩২) ও হোসেনগাঁও ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিমুদ্দিন (৫৭)।
এ ব্যাপারে রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদ বিন নূর আলিফ বলেন, গ্রেফতারকৃত ওই ৩ বিএনপির নেতার নামে পূর্বের কোন মামলা ছিলনা।আগামি ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ যেন সফল না হয়, সেজন্যই পরিকল্পিতভাবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল মুঠোফোনে আরো জানান, সদর থানায় তাদের নামে পূর্বের মামলার প্রেক্ষিতে বুধবার রাতে সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।আমরা তাদের গ্রেপ্তারে সহযোগিতা করেছি।