প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরের দেশের উন্নয়ন ও অগ্রগতির সাফল্য তুলে ধরে সারিয়াকান্দি উপজেলায় সুধী সমাবেশ করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য নির্বাচনে এমপি পদে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী দৈনিক সংবাদ সংযোগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহাজাদী আলম লিপি।বৃহস্পতিবার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের শিমুলতাইড় জামাল শেখের বাড়ি সংলগ্ন স্থানীয়দের আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহাজাদী আলম লিপি বলেন, দেশে গত ১৫ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে।তার গতি ঠিক রাখতে বা ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশে শেখ হাসিনার সরকার বারবার দরকার।সুধী সমাবেশে চালুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সহ সভাপতি জামাল শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চালুয়াবাড়ী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মেম্বার বাদশা শেখ, চালুয়াবাড়ী ইউনিয়ন সাবেক সভাপতি ও সাবেক মেম্বার আশরাফ আলী, ৩নং ওয়ার্ড মেম্বার লিয়াকত আলী ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান মামুন, সমাজসেবক মোঃ বকুল শেখ, মোঃ তবিবুর শেখ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য লিয়াকত আলী শেখ, বকুল শেখ, মোঃ নুরনবী খাঁ, সারিয়াকান্দি পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রাসেল প্রামানিক, উপজেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লোকমান হোসেন রিমন, ছাএলীগ সাবেক উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ নাসিম হাসান সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া জেলা ছাত্রলীগ সদস্য সিরাজুল ইসলাম সিরাজ।