খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটি সদস্য ও কয়রা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সানা ইউনুসুর রহমানের একমাত্র পুত্র সাইফুল্লাহ্ আল মামুন দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
২৬ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ইউনিটির সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম এর সভাপতিত্বে সাংবাদিকদের সাথে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাইফুল্লাহ্ আল মামুন।
পাইকগাছা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক জি এম মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন নায়েব, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, কোষাধক্ষ্য ফিরোজ আহম্মেদ, নির্বাহী সদস্য জহুরুল হক,আনারুর ইসলাম, সদস্য হাফিজুর রহমান রিন্টু, কাজী সোহাগ, শাফিয়ার রহমান, যুবলীগ নেতা এম এম নজরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা বরুন মন্ডল, কনক সরকার, তরিকুল ইসলাম, মেহেদী হাসান রনি, মোহসিন রেজা, আকিব।
এ সময় তিনি তিনি সাংবাদিকদের সামনে সরকারের উন্নয়ন দেশবাসীর সামনে তুলে ধরার আহবান জানান।