ময়মনসিংহের তারাকান্দায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের চেতনা জাগ্রত করণে “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ি, নিজেকে গড়ি” বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালা প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা সুলতানা, উপজেলা মাদ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল বাতেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম প্রমুখ।
কর্মশালার পৃর্বে সকালে জেলা প্রশাসক গোযাতলা ও তালদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং ১৫ জন প্রতিবন্ধিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।