আজ ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) পাবনা জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস এর যৌথ উদ্যোগে পাবনা জেলার বিসিক শিল্প নগরী এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনাকালে মেসার্স সততা ফ্লাওয়ার মিলস, ২ নং গেট বিসিক শিল্প নগরী, পাবনা এর উৎপাদিত ময়দা (ব্রান্ডঃ জবাফুল ও মা বেকারি), আটা (ব্রান্ডঃ জোড়া আপেল ও কবুতর) এবং গমের ভূষি পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ না করে লেবেলে মানচিহ্ন ব্যবহার করায় বিএসটিআই আইন ২০১৮ এর ২৭(১) ধারা অনুযায়ী ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
পাবনা ডিসি অফিসের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত এর নেতৃত্বে অভিযানটিপরিচালনা করা হয়।
প্রসিকিউটর হিসেবে মোঃ আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, রাজশাহী উপস্থিত ছিলেন।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।