শাহিনুর ইসলাম প্রান্ত [স্টাফ রিপোর্টার]
লালমনিরহাটের হাতীবান্ধায় নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মাধ্যমিক পর্যায়ে পাঠদান প্রদানে অনুমতি পত্র হাতে পেয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নে অবস্থিত নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মাধ্যমিক পর্যায়ে পাঠদান প্রদানে অনুমতি পত্র হাতে পেয়ে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উদযাপন ও মিষ্টি বিতরণ করা হয়।
নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কায়েশ হিরু বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কায়েশ হিরু বলেন, এটা সম্পূর্ণরূপে আল্লাহর রহমত।দীর্ঘ করোনার থাবায় যেখানে এরকম প্রাইভেট প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে পড়েছিল সেসময় শিক্ষকবৃন্দ যেভাবে হোম সার্ভিস দিয়েছেন এবং অভিভাবকমন্ডলী যেভাবে সহায়তা করেছেন তার জন্যই আজকের এই পর্যায়ে নর্থল্যান্ড পৌছিয়েছে।
তিনি আরও বলেন, ২০১৭ সালে যাত্রা শুরু করে প্রথমে নিম্ন মাধ্যমিক পাঠদান, একাডেমিক স্বীকৃতি ও আজ মাধ্যমিক পাঠদান অনুমোদন পেয়েছে।সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ সহ পরিচালকবৃন্দের নিরলস শ্রমের ফসল।সেই সাথে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।