বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
চিঠিঃ কি নামে ডাকি তোমায়─ জান্নাতুল ফেরদৌসি বগুড়া-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আ’লীগের মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান রংপুর ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুমনা আক্তার লিলির মনোনয়ন সংগ্রহ মধুপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কৃষিবিদ সুইট বগুড়ার গোকুলে জমি সংক্রান্ত জেরে মুক্তিযুদ্ধাকে মারপিট করে আহত,থানায় অভিযোগ দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নৌকার মাঝি আহসানুল ইসলাম টিটু রাসিক মেয়র লিটনের সাথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সাক্ষাৎ র‍্যাব-৫ এর অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র কারবারী গ্রেফতার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাগেরহাটের সোহাগ
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

মোংলায় ভ্যান চালকের হত্যাকারী হেলাল ভুইয়া আটক

মোংলার ভ্যান চালক আলামিন শেখ (৪৫) কে ঘুষি মেরে মারার ঘটনায় আসামী হেলাল ভুইয়া কে আটক করেছে মোংলা থানা পুলিশ।

গতকাল বুধবার (২৫ অক্টোবর) গভীর রাতে তাকে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার ভান্ডার গ্রামের এক আত্বীয়ের বাড়ী থেকে আটক করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় মোংলা থানায় এক সংবাদ সম্মেলনে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, বুধবার (২৫ অক্টোবর) দুপুরে মোংলার মামার ঘাট এলাকা দিয়ে ভ্যান চালিয়ে যাওয়ার সময় চালকের অসাবধানতা বসত হেলাল ভুইয়া নামক এক পথচারীর পায়ের সাথে আঘাত লাগে।এতে ক্ষিপ্ত হয়ে পথচারী হেলাল ভুইয়া ভ্যানচালক আলামিন শেখ কে কিল ঘুশি মারতে থাকে।এক পর্যায়ে ভ্যান চালক রাস্তায় লুটিয়ে পড়ে যায়।এসময় স্থানীয়রা এসে ভ্যান চালক কে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নেয়।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভ্যান চালককে মৃত ঘোষনা করে।এর পর মোংলা থেকে পালিয়ে যায় ঘাতক হেলাল ভুইয়া।

ওই ঘটনার পর ভ্যান চালকের হত্যাকারী হেলাল ভুইয়াকে আটক করার জন্য অভিযান শুরু করে থানা পুলিশ।বুধবার রাতে মোংলা থানা পুলিশের একটি টিম বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা ভান্ডার গ্রামে হেলাল ভুইয়ার আত্বীয়ের বাড়ী থেকে রাত দেড়টার সময় আটক করতে সক্ষম হয়। তিনি আরো বলেন, হত্যাকান্ডের ১২ ঘন্টার মধ্যে হত্যাকারীকে আটক করতে সক্ষম হন তারা।

এর আগে বুধবার নিহত আলমিন শেখের স্ত্রী লাকী বেগম বাদী হয়ে হেলাল ভুইয়া সহ অজ্ঞাত ২ জনকে আসামী করে মোংলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

এ সময় মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন, সাংবাদিকগণ সহ থানা পুলিশের সদস্যরা উপস্তিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ