চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় তৌহিদুল ইসলাম (২৯) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাবু ওরফে শাহলাল নামে একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত তৌহিদ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিঘা মিয়াপাড়ার রবিউল আলমের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, গত ২০২০ সালের ৯ এপ্রিল সদর উপজেলার কালুপর গ্রামের গোরস্থান এলাকায় অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ র্যাবের একটি দল। এসময় তৌহিদ ও বাবু গ্রেপ্তার হয়।এসময় তৌহিদের নিকট ১ কেজি ১০ গ্রাম হেরোইন পাওয়া যায়।এ ঘটনায় ওইদিনই সদর থানায় মামলা করেন র্যাবের উপ-পরিদর্শক আব্দুল মোমিন।মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম গত ২০২০ সালের ২২ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত গতকাল বুধবার এই রায় প্রদান করেন বলে জানান আইনজীবী নাজমুল আজম।