বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চিঠিঃ কি নামে ডাকি তোমায়─ জান্নাতুল ফেরদৌসি বগুড়া-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আ’লীগের মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান রংপুর ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুমনা আক্তার লিলির মনোনয়ন সংগ্রহ মধুপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কৃষিবিদ সুইট বগুড়ার গোকুলে জমি সংক্রান্ত জেরে মুক্তিযুদ্ধাকে মারপিট করে আহত,থানায় অভিযোগ দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নৌকার মাঝি আহসানুল ইসলাম টিটু রাসিক মেয়র লিটনের সাথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সাক্ষাৎ র‍্যাব-৫ এর অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র কারবারী গ্রেফতার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাগেরহাটের সোহাগ
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

অধ্যাপক ডা. রিদওয়ান উর রহমানের মৃত্যুতে চট্টগ্রাম ড্যাবের শোক।

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন কাঞ্চনা গ্রামে জন্মগ্রহণকারী ঢাকা ইউনির্ভাসেল মেডিকেল কলেজের প্রধান গবেষক অধ্যাপক ডা. মো. রিদওয়ান উর রহমান বুধবার (২৫ অক্টোবর) সকালে হৃৎক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।তিনি স্ত্রী, দুই সন্তান ও বন্ধুবান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ জোহর চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে ও বাদে আসর জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এদিকে ডা. রিদওয়ান উর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ড্যাব চমেক শাখার সভাপতি প্রফেসর ডা. মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি প্রফেসর ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি প্রফেসর ডা. মো আব্বাস উদ্দিন, চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম লিটন।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ডা. রিদওয়ান একজন সৎ, বিনয়ী ও ভদ্র মানুষ ছিলেন।তিনি ছিলেন দেশের এক প্রতিভাবান চিকিৎসক, গবেষক ও বিজ্ঞানী।চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৯তম ব্যাচের এই মেধাবী ছাত্র ছিলেন অত্যন্ত সদালাপী ও স্বজ্জন ব্যাক্তি।তিনি ছিলেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান।তার মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ