সুজানগরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাবুল হোসেন সরদার

- আপডেট সময় : ০৬:১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ১২৯ বার পড়া হয়েছে

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেন সরদার।
শনিবার এক মতবিনিময় সভায় তাঁকে এ শুভেচ্ছা জানান বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্লা।
এর আগে বাংলাদেশের সকল পৌর কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রাপ্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন পাবনা জেলা শাখার উদ্যোগে ও সুজানগর পৌরসভার সহযোগিতায় সুজানগর পৌরসভা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন পাবনা জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, ফরিদপুর পৌরসভার মেয়র খ.ম কামরুজ্জামান মাজেদ ও ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনায়েন রাসেল।
সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্লা।
মতবিনিময় সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ জুলফিকার হায়দার, যুগ্ন সম্পাদক রোকসানা পারভীন, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান,সাধারণ সম্পাদক মতিউর রহমান, পাবনা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আব্দুল লতিফ ও সুজানগর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।