আজ ২৫ অক্টোবর বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)—সিপিবি(এম) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, সরকার আনসার বাহিনী কে গ্রেফতারের ক্ষমতা দিয়ে সংসদে যে বিল উথাপন করেছে এটা বিরোধী দল ও মতের মানুষকে দমনের নতুন হাতিয়ার বলে আমরা মনে করি এবং এই বিল বাতিলের জোর দাবি জানাই।
নেতৃদ্বয় বলেন দীর্ঘসময় ধরে ক্রমাগতভাবে বিনাভোটের অবৈধ সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনরত বিরোধী দলের ও মতের নেতাকর্মীদের পুলিশ দিয়ে দমন নিপীড়ন চালিয়ে যাচ্ছে বর্তমানে সরকার পতনের এক দফা আন্দোলনে জনগণকে সম্পৃক্ত হওয়ায় আন্দোলন জোরদার হচ্ছে এই আন্দোলনে সরকার ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছে সরকারের ভীত কাঁপিয়ে দিয়েছে তাই আন্দোলন রত নেতাকর্মীদের দমন—পীড়ন চালানোর জন্য এই ফ্যাসিবাদ সরকার তার শক্তি বৃদ্ধির জন্যই আনসার বাহিনী কে গ্রেফতারের ক্ষমতা দিয়ে সংসদে বিল উত্থাপন করেছে।সরকারের এহেন অপতৎপরতার তীব্র নিন্দা জানাই।
নেতৃদ্বয় সরকারকে বলেন, দমন পীড়ন বাদ দিয়ে জন দাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন।