বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্র ঘোষিত আগামী ২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে সফল করতে বগুড়া সারিয়াকান্দিতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মাগরিব নামাজের পর পৌর বিএনপির উদ্দেগ্যে পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনির সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরা, সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতি,সহসভাপতি লাল মুহমুদ লাল,উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন পল্টন,সাবেক সাধারণ সম্পাদক তুপুল, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইসলাম পান্জাব,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি,৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতি তরফদার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাশেদুজ্জামান,৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান,২নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারাজুল হোসেন ,৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাফ্ফল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম হোসেন, মোফাজ্জল হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ,৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আলম, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মন্ডল, পৌর বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মোস্তফা মামুনসহ বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় বক্তারা বক্তব্যে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ও সামনের বিভিন্ন কর্মসূচীতে একসাথে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
আলোচনার পর দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।