সাখাওয়াত হোসেন,ফরিদপুর :
বৃহত্তর ফরিদপুরের সন্তান সাবেক যোগাযোগ মন্ত্রী ও মাদারীপুর-৩ আসনের ৪ বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন আর নেই।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রজিউন)।মঙ্গলবার রাত আনুমানিক ২ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগনে ও ডাসার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন।
এর আগে মঙ্গলবার সকালে ব্যাংকক থেকে দেশে ফিরে হঠাৎ অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হন সৈয়দ আবুল হোসেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
সৈয়দ সাখাওয়াত হোসেন সাংবাদিকদের আরো জানান, তার দুই মেয়ে বিদেশে অবস্থান করছেন।তারা দেশে এলে তারপর জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।আপতত এর বেশি কিছু বলতে পারছি না।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন এক স্ত্রী খাজা নার্গিস, দুই মেয়ে সৈয়দা রুবাইয়াত হোসেন এবং সৈয়দা ইফফাত হোসেনসহ অসংখ্য গুনীজন রেখে গেছেন।
সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন।তিনি পেশায় একজন রাজনীতিবিদ ও প্রভাবশালী একজন ব্যবসায়ী ছিলেন।আবুল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।এর পর তিনি সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।এর মধ্যে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।এ সময় তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন।
এদিকে তাঁর মৃত্যুতে বৃহত্তর ফরিদপুর সহ কালকিনির ডাসারে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শোক, দুঃখ প্রকাশ করেছে এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা সহ রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।