রাজশাহীর বাগমারা উপজেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সোবহান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জনাব আব্দুস সোবহান চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান স্বাধীনতা যুদ্ধ করেছেন।মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিশেষ করে পচাত্তর পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনে সম্মূখে থেকে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন এবং দলীয় নেতাকর্মীদের মনবল ধরে রেখে দলকে সুসংগঠিত করেছেন।তৃণমূলে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যে পরিশ্রম এবং ত্যাগ তিনি করেছেন রাজনৈতিক অঙ্গনে তা বিরল।মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।