রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
সারিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও তৌহিদুর রহমান ফরিদপুর-১: আপিলে মনোনয়ন বৈধ ঘোষণা, ভোটের মাঠে লড়বেন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন লাখাইয়ে দেড় লক্ষাধিক লোকের জন্য ডাক্তার ২ জন,চরম ভোগান্তিতে সেবা নিতে আসা রোগীরা নাটোরের সিংড়ায় দুই সন্তানের জননীর গলায় রশি দিয়ে আত্মহত্যা জনগনকে রাস্তা কিনে গোদাগাড়ী চর আষাড়িয়াদহ যেতে হয় রাজশাহীতে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন তাহেরপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের মৃত্যুবার্ষিকী পালিত সারিয়াকান্দিতে সংবাদ সম্মেলনে স্বীকার করলেন ঘর তোলার কথা! সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে ধর্ম নিরপেক্ষ : ব্যরিষ্টার সৈয়দ আলী জিরু

পাবনা জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক ব্যারিস্টার সৈয়দ আলী জিরু বলেছেন, সকল ধর্মের মানুষের সহাবস্থানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হবে ধর্মনিরপেক্ষ।আমরা সবাই সমান, কেউ কারো চেয়ে বেশি না।কেউ কারো জন্য ক্ষতিকর না।এই রাষ্ট্র সেই ভিত্তির উপর দাঁড়াবে।এই বাংলার পবিত্র মাটিতে আর কোনো দিন যেন ধর্মীয় উগ্রবাদ, কোনো মৌলবাদের জন্ম না হয়, যেন মৌলবাদের থাবায় ক্ষতবিক্ষত না হয় আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি।

গতকাল ২৪ অক্টোবর সন্ধ্যায় ঈশ্বরদী মৌবাড়ি দূর্গা মন্দিরে প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বিদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

ব্যরিষ্টার জিরু আরো বলেন, শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মৃত্যু পর্যন্ত এই নীতি বাস্তবায়ন করার জন্য কাজ করে যাবো।সেই আশ্বাস ও ভরসা দিতেই আপনাদের কাছে এসেছি।ধর্ম যার যার উৎসব সবার।বাঙ্গালির শ্বাশত: দুর্গোৎসবে শরিক হতে এসেছি।এই বাংলাদেশকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে, আপনাদের সকলের মধ্যে ঐক্য আরো দৃঢ় করতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থ্য থাকার জন্য সকলকে প্রার্থনার আহব্বান জানিয়ে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সুস্থ্য থাকলে, ক্ষমতায় থাকলে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে এবং এই দেশকে নিয়ে যাবে উন্নয়নের শিখরে।

এর আগে ২২ও ২৩ অক্টোবর অষ্টমী ও নবমীতে ঈশ্বরদীর মৌবাড়ি দুর্গা মন্দির, ঈশ্বরদী ঠাকুরবাড়ি সত্য নারায়ন বিগ্রহ মন্দির, ঈশ্বরদী রেলগেট মাতৃমন্দির, স্কুলপাড়া বায়োয়ারী কমিটি মন্দির, আওতাপাড়ার রহিমপুর পুর্বপাড়া মাতৃমন্দিরসহ শহরের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন।

নবমীতে আটঘরিয়ার গোড়রী সার্বজনীন দুর্গা মন্দির, শ্রী শ্রী লক্ষীপুর বারোয়ারী কালী মন্দির, দেবোত্তর শ্রী শ্রী বারোয়ারী কালী মন্দিরসহ বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় তিনি বিভিন্ন মন্দির কমিটির লোকজনের কাছ থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমস্যা সমাধানের পরার্মশ দেন।

এসময় আওয়ামীলীগ এবং অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ