সাহিত্যের রাজপুত্র
চিত্তরঞ্জন সাহা চিতু
সাহিত্যের এই বিশাল রাজ্যে বিশ্বখ্যাতি যার,
জন্মদিনে হৃদয় খুলে শ্রদ্ধা জানাই তাঁর।
জীবদ্দশায় গান কবিতা লিখলো নাটক ছড়া,
শাখায় শাখায় জড়িয়ে আছে কাব্যিতে রস ভরা।
শুধু যে তার লেখাতে নয় আঁকলো অনেক ছবি,
গান গেয়ে তার কাটতাে সময় স্বপ্ন ছিল সবই।
ঐ নদী মেঘ গাছের কথা লেখার তো নেই শেষ,
আকাশ পাহাড় ঐ হিমালয় কবি মানে এই দেশ।
বাঙালির কবি বিশ্ব কবি মিশে সব একাকার,
বিশ্ব কবি রবীন্দ্রনাথ আমাদের অহংকার।
****************************
সাংবাদিক কবি গীতিকার
বড় বাজার, চুয়াডাঙ্গা, বাংলাদেশ