বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
চিঠিঃ কি নামে ডাকি তোমায়─ জান্নাতুল ফেরদৌসি বগুড়া-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আ’লীগের মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান রংপুর ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুমনা আক্তার লিলির মনোনয়ন সংগ্রহ মধুপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কৃষিবিদ সুইট বগুড়ার গোকুলে জমি সংক্রান্ত জেরে মুক্তিযুদ্ধাকে মারপিট করে আহত,থানায় অভিযোগ দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নৌকার মাঝি আহসানুল ইসলাম টিটু রাসিক মেয়র লিটনের সাথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সাক্ষাৎ র‍্যাব-৫ এর অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র কারবারী গ্রেফতার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাগেরহাটের সোহাগ
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

বাগমারায় হত্যাচেষ্টা মামলার আসামীরা অধরা,উল্টো আবারো হত্যার হুমকি!

রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের কাষ্টনাংলা গ্রামের মৃত ফসির মন্ডলের ছেলে ইব্রাহিম হোসেন (৫১) উপর গত ৬ অক্টোবর পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে হামলা করে কিছু দুস্কৃতিকারী।

মামলা সুত্রে জানা যায়, গত ৬ অক্টোবর রাত্রী ৯.৩০টায় ইব্রাহিম তার মুরগির খামারের ডিম বিক্রি করে বাসাই ফেরার সময় নিজ গ্রামে বিবাদীগনের বাড়ির পাশে হেয়ারিং রাস্তার উপর জমিজমা বিষয়কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে এলোপাতাড়ি ভাবে মারপিট করেন একই গ্রামের শুকুর আলীর ছেলে শহিদ (২৫), মৃত রহিম বক্সের ছেলে খয়ের আলী (৩৪), শুকুর আলী (৫০), ফায়ের আলী (৪০), সায়েদ আলী (৪২), সায়েদ আলীর ছেলে সাইফুল ইসলাম (২৪), খয়ের আলীর স্ত্রী আতিলা বিবি (২৮), ফায়ের আলীর স্ত্রী রশিদা বিবি (৩৬), শুকুর আলীর স্ত্রী আকলিমা (৪৫) আরো অজ্ঞাতনামা ২/৩ জন।

এসময় ইব্রাহিম হোসেন এর কাছে থাকা এসপি শাহিন ১২৫ সিসি মোটরসাইকেলটি ভাংচুর করে এতে প্রায় ১লক্ষ সাতাশ হাজার টাকার ক্ষতি হয় এবং তার মুরগির ডিম বিক্রি করে ব্যাগে থাকা ২লক্ষ পনেরো হাজার তিনশত পঞ্চাশ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায় তারা।

পরে হামলায় আহত অবস্থায় ইব্রাহিম হোসেন কে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়।

এই হামলার পর ইব্রাহিম হোসেন এর বড় ভাই আজাহার আলী মন্ডল বাদী হয়ে গত ১৭-১০-২৩ ইং তারিখে বাগমারা থানায় মামলা করেন।

এসব বিষয়ে ইব্রাহিমের সাথে কথা বললে তিনি বলেন, মামলা করে আমি বাসাই আসলে আসামীগন তা জনতে পেরে আমাকে মামলা তুলে নিতে বলে এবং না তুললে আমাকে প্রাণে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দেয়।

তার এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান বিবাদীগন খারাপ প্রকৃতির লোক।

এবিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, মামলা হয়েছে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ