বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চিঠিঃ কি নামে ডাকি তোমায়─ জান্নাতুল ফেরদৌসি বগুড়া-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আ’লীগের মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান রংপুর ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুমনা আক্তার লিলির মনোনয়ন সংগ্রহ মধুপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কৃষিবিদ সুইট বগুড়ার গোকুলে জমি সংক্রান্ত জেরে মুক্তিযুদ্ধাকে মারপিট করে আহত,থানায় অভিযোগ দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নৌকার মাঝি আহসানুল ইসলাম টিটু রাসিক মেয়র লিটনের সাথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সাক্ষাৎ র‍্যাব-৫ এর অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র কারবারী গ্রেফতার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাগেরহাটের সোহাগ
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজিকে পদোন্নতিপ্রসূত বদলিজনিত বিদায় সংবর্ধনা

“ভরা থাক, ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি.”এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জমকালো আয়োজনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্যকে বিদায়ী সংবর্ধনা দিলেন ময়মনসিংহ রেঞ্জ অফিসের কর্মকর্তাগণ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ রেঞ্জ অফিস ও জেলা পুলিশ ময়মনসিংহের সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন।

ময়মনসিংহ রেঞ্জ কর্তৃক আয়োজিত তাঁর পদোন্নতিপ্রসূত বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্), খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার), পুলিশ সুপার (অপারেশন্স), মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ, খালিদ বিন নূর, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ মহোদয় সহ অত্র রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমার্যাদার কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত সকল কর্মকর্তাবৃন্দ সম্মানিত অতিরিক্ত আইজিপি এর সাথে কর্মকালীন বিগত এক বছরের বেশি সময় তাদের বিভিন্ন সুখস্মৃতির রোমন্থন করেন এবং আবেগময় ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন।পাশাপাশি সকলেই তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য এবং তার ও তার পরিবারের সুস্থতা কামনা করেন।

তারা বলেন, আমরা জেলা পুলিশ ময়মনসিংহের পক্ষ থেকে সম্মানিত অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম এর প্রতি তাঁর এই বিদায় লগ্নে গভীর শ্রদ্ধা এবং পরবর্তী কর্মজীবনের জন্য অগণিত শুভকামনা জ্ঞাপন করছি।তাঁর দায়িত্বশীলতা, সৃষ্টিশীলতা, উদ্ভাবনী চিন্তা, কর্ম উদ্দীপনা ও কল্যাণমুখী পুলিশিং কার্যক্রম সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ