ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে অসুস্থ হলে তাকে ঢাকার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহ–ওয়া রাজিউন।)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আগামীকাল বুধবার ২৫ অক্টোবর সকাল ১১ টায় ঠাকুরগাঁও রোডের ইসলামনগর (খানকা শরীফ) স্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
তাঁর মৃত্যুতে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ জেলাবাসী গভীর শোক প্রকাশ করেন।