বিগত বেশ কিছু সময় ধরে রাজশাহীতে ছিনতাই প্রবণতা ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বেড়েছে।মহানগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের তান্ডবের ফলে মহানগর বাসিন্দাদের জনজীবন থমকে গেছে।সকালে কিংবা বিকেলে মর্নিং মর্নিং ওয়ার্ক এ ও প্রতিদিনের যাতায়াতে, ছিনতাইকারীদের খপ্পরে পড়তে হচ্ছে।স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ছিনতাইকারীদের ছোবল ও কিশোর গ্যাং সদস্যদের সন্ত্রাসের শিকার হয়েছে।
চলমান পরিস্থিতি নিয়ে রাজশাহীর সিনিয়র সাংবাদিক ও দৈনিক জবাবদিহির বিশেষ প্রতিনিধি ধারাবাহিক প্রতিবেদন করে আসছেন।মহানগরীর গুড়িপাড়া, কোর্ট বুলনপুর, ডাবতলা, সিএন্ডবি মোড়, তেরোখাদিয়া, খুলিপাড়া, তালাইমারি, বায়ার মোড়, অলকার মোড়, নিউমার্কেট ইত্যাদি এলাকার মাথাচাড়া দিয়ে ওঠা কিশোর গ্যাং ও ছিনতাইকারী গ্রুপ নিয়ে দৈনিক জবাবদিহি তে সংবাদ প্রকাশ করে আসছেন তিনি।
জনগণের মধ্যে এইসব চক্রের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করনে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছেন সিনিয়র সাংবাদিক মো: নজরুল ইসলাম জুলু।
এরই ধারাবাহিকতায় গত ২২/১০/২০২৩ ইং তারিখে দৈনিক জবাবদিহি পত্রিকায় রাজশাহী মহানগরীর দুধর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী প্রান্ত ও দীপ্ত ও তাদের গ্যাং নিয়ে দৈনিক জবাবদিহি’র বিশেষ প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মো: নজরুল ইসলাম জুলু’র লেখা একটি প্রতিবেদন দৈনিক জবাবদিহি তে প্রকাশিত হয়।এর জের ধরেই ছিনতাই সম্রাট প্রান্ত ও দীপ্ত ও অজ্ঞাতনামা কয়েকজন সাংবাদিক মো: নজরুল ইসলাম জুলু কে মুঠোফোন মারফত বেশ কয়েকবার কল করে হুমকি প্রদান করে।ছিনতাইকারী এই গ্রুপটি উক্ত সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করারও হুমকি দেয়।
জানা গেছে যে, প্রান্ত ও দীপ্ত তাদের দলবল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সিনিয়র সাংবাদিক মো: নজরুল ইসলাম জুলু কে আঘাত করার উদ্দেশ্যে শহরে খুঁজতে থাকে।তারা সাংবাদিক নজরুল ইসলাম জুলু’র ছেলেদেরও মারধরের উদ্দেশ্যে অস্ত্র নিয়ে টহল দেয়।
এই ঘটনায় রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় সাংবাদিক নজরুল ইসলাম জুলু ২২ অক্টোবর একটি জিডি করেন।
এদিকে সিনিয়র সাংবাদিক কে হুমকি প্রদানের ঘটনায় রাজশাহীর সাংবাদিক মহল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সিনিয়র সাংবাদিক সুজাউদ্দীন ছোটন, রাজশাহী ব্যুরো প্রধান, এটিএন বাংলা, সিনিয়র সাংবাদিক স.ম সাজু, ব্যুরো প্রধান, এনটিভি, পরিতোষ চৌধুরী আদিত্য, রাজশাহী ব্যুরো প্রধান, বাংলা ভিশন, মাইনুল ইসলাম জনি, রাজশাহী ব্যুরো প্রধান, ইন্ডিপেন্ডেন্ট টিভি, শাহরিয়ার অন্তু, রাজশাহী ব্যুরো প্রধান, মাই টিভি, আজিবর রহমান, সম্পাদক, দৈনিক রাজশাহীর আলো, আবুল কালাম আজাদ, রাজশাহী ব্যুরো দৈনিক সমাচার, শিকদার হোসেন, সম্পাদক দৈনিক গণধবনি প্রতিদিন, ড. মোহাম্মদ সাদেক স্বপন, রাজশাহী ব্যুরো প্রধান দৈনিক আমার সংবাদ, ওমর ফারুক, রাজশাহী ব্যুরো প্রধান, ঢাকা প্রতিদিন, রেজাউল হোসেন, সাধারণ সম্পাদক রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব ও রাজশাহী ব্যুরো প্রধান দৈনিক গণকন্ঠ, তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি প্রতিদিনের সংবাদ, নুরে ইসলাম মিলন, বার্তা সম্পাদক, দৈনিক উপচার, আবীর হোসেন, সম্পাদক, নির্ভীক সংবাদ, লিয়াকত হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান দৈনিক মুক্তকণ্ঠ, সৌমেন মন্ডল, সাংবাদিক, চ্যানেল ৪ ও দৈনিক দেশ বাংলা, আজারুল ইসলাম বুলবুল, স্টাফ রিপোর্টার দৈনিক বর্তমান কথা।
এছাড়াও হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উপজেলায় কর্মরত সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমে কর্মীরা।
এঘটনায় চারঘাট প্রেসক্লাবের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করেছেন সভাপতি নজরুল ইসলাম বাচ্চু ও সাধারন সম্পাদক ময়েন, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অপর দিকে পুঠিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফ সাদাত ও সাধারন সম্পাদক আরিফুল হক ইউনিটির পক্ষে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।
এছাড়া দুর্গাপুরে কর্মরত সাংবাদিক খবর২৪ ঘন্টার প্র্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি গোলাম রসুল, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মিজান মাহী, দৈনিক সোনার দেশের প্রতিনিধি মো: শাহাজামাল, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি ফরিদ আহমেদ, দৈনিক কালবেলার প্রতিনিধি রাজু আহমেদ, ভোরের দর্পন পত্রিকার প্রতিনিধি শাহিন আলম, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আব্দুল খালেক, দৈনিক সকালবেলার প্রতিনিধি মনোয়ার হোসেনসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
সেই সংবাদ প্রকাশের জেরে সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলুকে প্রাননাশের হুমকির ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে জোর দাবি জানানো হয়েছে।প্রান্ত, দীপ্ত ও তাদের গ্যাংয়ের যথাযথ শাস্তির দাবি জানান।
তারা বলেন সংবাদকর্মীদের কাজ ও দায়িত্ব হলো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা, সমাজে প্রচলিত অন্যায়, অরাজকতা, বিশৃংখলা ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কলম হাতে তুলে নিয়ে লেখালেখি করা।
সিনিয়র সাংবাদিক মো: নজরুল ইসলাম জুলু অনেকদিন থেকে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, কিশোর গ্যাং, মাদক ব্যবসা, ও ছিনতাইকারী গ্রুপের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে লিখছেন।আমরা তার এই কাজ কে সাধুবাদ জানায়।একজন সিনিয়র সাংবাদিক কে প্রান্ত ও দীপ্ত গ্যাংয়ের হুমকি প্রদান কে আমরা ধিক্কার জানাচ্ছি।
তাদের শাস্তির দাবি জানিয়ে সাংবাদিক মহল বলেন, সংবাদ প্রকাশ করা আমাদের দায়িত্ব।আমাদের কাজের জন্য প্রায়ই আমাদেরকে বিভিন্ন মহলের হাতে হেনস্থা হতে হয়, আমদেরকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।আমরা রাজশাহীর সকল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের সকল সাংবাদিক ও আমাদের পরিবারের নিরাপত্তার দাবি জানাচ্ছি।আমাদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা প্রশাসন কে করতে হবে।সেই সাথে প্রান্ত-দীপ্ত ও তাদের গ্যাং কে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, ছিনতাইকারী দীপ্ত গ্রেফতার হলেও প্রান্ত ও তার দলবল কে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।