বাকেরগঞ্জে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের ব্যপক অভিযানে পাল্টে যাচ্ছে দৃশ্যপট এমনটাই মন্তব্য করলেন সচেতন মহল।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কারখানা, পান্ডব, তুলাতলি, শ্রীমন্ত, রাঙ্গামাটিয়া, বিষখালি সহ বেশ কয়েকটি নদীতে অতীতে নিষেধা্জ্ঞা অমান্য করে ব্যপক ইলিশ ধরার অভিযোগ থাকলেও এবারে প্রশাসনের কঠোর নজরদারিতে পাল্টে যাচ্ছে দৃশ্যপট, ইলিশ নিষেধজ্ঞার আজকের ১২ তম দিনে এ প্রযন্ত অভিযানে ১৭ জন জেলে আটক করা হয়েছে।এদের বিভিন্ন মেয়াদে স্বাস্তি ও জরিমানা আদায় করা হয়েছে।একই সাথে শতাধিক কেজি ইলিশ মাছ ও ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
আটককৃত ইলিশ মাছ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় দান করার পাশাপাশি জব্দকৃত জাল আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল ও সহকারী কমিশনার (ভুমি) সানজিদা রিকতার নির্দেশনায় মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন থানা পুলিশের সহযোগীতায় প্রতিদিনই নিয়মিত এ সকল অভিযান পরিচালনা করে আসছেন।তাদের আন্তরিক অভিযানে এবার অপেক্ষাকৃত তুলনা মূলক আইন অমান্য করার প্রবনতা কমে পাল্টে যাচ্ছে দৃশ্য।