আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী বোর্ড কমিটির সদস্য গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন সমন্বয়ক উদয় কর্মকার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সফিউল আলম সরকার, আহসান আজিজার সরদার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, রেজাউল আলম রেজা, সাংগঠনিক সম্পাদক হাফিজা বেগম কাকলী, সাকিব সাদনান রাতিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান শাকিল, পৌর আওয়ামী লীগ সভাপতি আহসানুল করিম চাঁদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সভায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
সভায় উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌর সভার নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।