রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
সারিয়াকান্দিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও তৌহিদুর রহমান ফরিদপুর-১: আপিলে মনোনয়ন বৈধ ঘোষণা, ভোটের মাঠে লড়বেন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন লাখাইয়ে দেড় লক্ষাধিক লোকের জন্য ডাক্তার ২ জন,চরম ভোগান্তিতে সেবা নিতে আসা রোগীরা নাটোরের সিংড়ায় দুই সন্তানের জননীর গলায় রশি দিয়ে আত্মহত্যা জনগনকে রাস্তা কিনে গোদাগাড়ী চর আষাড়িয়াদহ যেতে হয় রাজশাহীতে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন তাহেরপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ আলো খন্দকারের মৃত্যুবার্ষিকী পালিত সারিয়াকান্দিতে সংবাদ সম্মেলনে স্বীকার করলেন ঘর তোলার কথা! সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত সারিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

নাটোরে বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা : ওজন ও পরিমাপে কম প্রদান করায় ফিলিং স্টেশনকে জরিমানা

গতকাল ২২ অক্টোবর নাটোর জেলার বিভিন্ন এলাকায় বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় এর উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্টে ওজন ও পরিমাপে কম প্রদান করার অপরাধে ০১। কানন ফিলিং স্টেশন, আহম্মদপুর, নাটোর প্রতিষ্ঠানটিকে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

০২। আরপি ফিলিং স্টেশন, হয়বতপুর, নাটোর প্রতিষ্ঠানটির পেট্রোল ও ডিজেল পণ্য পরিমাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ দেওয়া হয়।

০৩। মনোয়ারা ফিলিং স্টেশন, হরিশপুর, নাটোর প্রতিষ্ঠানটির পেট্রোল, অকটেন ও ডিজেল পণ্য পরিমাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ দেওয়া হয়।

০৪। মধুবন সুইটস-বনপাড়া, বনপাড়া, নাটোর প্রতিষ্ঠানটি ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) পণ্যের অনুকূলে সিএম সনদ গ্রহণ ব্যতিরেকে উৎপাদন এবং বাজারজাতকরণ লক্ষ্য করায় প্রতিষ্ঠানটি আগামী এক সপ্তাহের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণের আবেদন করবেন মর্মে বিজ্ঞঃ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট অঙ্গীকার করেন।

মোঃ রেজওয়ানুল হক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সদর, নাটোর-এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী-এর কর্মকর্তা মোঃ শরীফ হোসেন,ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট) প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী-এর এরকম কার্যক্রম অব্যাহত থাকবে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ