টাঙ্গাইল গোরস্থান জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল,খতমে কুরআন ও খতমে বুখারী আগামিকাল সোমবার সকাল ১০ ঘটিকা হতে অনুষ্ঠিত হবে।
এই মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ হচ্ছেন, বাংলাদেশের শীর্ষ স্থানীয় মুরুব্বি আরেফ বিল্লাহ মুহিউস সুন্নাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দা.বা. পীর সাহেব দেওনা। শাইখুল হাদীস আল্লামা এমদাদুল্লাহ দা.বা. জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জ।
সুলতানুল ওয়ায়েজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী দা.বা. ঢাকা,মুফাসসিরে কুরআন আল্লামা আব্দুল বাছেত খান দা.বা. সিরাজগঞ্জ, মুফাসসিরে কুরআন আল্লামা হাসান জামিল দা.বা. ঢাকা ও মুফতি রেজাউল করিম আবরার দা.বা. যাত্রাবাড়ী, ঢাকা।
এছাড়াও স্থানীয় আরো ওলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত পেশ করবেন।
অতএব, জামিয়ার আয়োজিত এই দ্বীনি মাহফিলের প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে।আপনারা সকলেই আমন্ত্রিত। সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।আল্লাহ তায়ালা এই মাহফিলকে সফল এবং কবুল করুন।আমিন।
হুসাইন আহমদ
লেখক : উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ।অত্র জামিয়া।