সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়া ইউনিয়নের সুফল ভোগীদের সাথে স্থানীয় সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১ অক্টোবর) সকাল ১১টায় রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
ধানগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, সহ-সভাপতি ছাইদুল ইসল চান, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন খান, উপজেলা সমাজসেবা অফিসার ইলিয়াস হোসেন শেখ, উপজেলা মহিল বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীরা।