ইসরায়েলের বর্বরোচিত হামলায় নিহত ও আহত ফিলিস্তিনিদের জন্য শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর পাবনার ভাঙ্গুড়ায় মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতে ইসরায়েলের হাতে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।সেই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।পরে মুসল্লীরা প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করেন।
পাবনা জেলা উলামা পরিষদ ভাঙ্গুড়া উপজেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দেন সাধারণ মুসল্লিরা।উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিদের নিয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ জামে মসজিদ থেকে শুরু হয়ে ভাঙ্গুড়া বাজারের বকুল তলায় গিয়ে শেষ হয়।
সেখানে পাবনা জেলা উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি রকিব উদ্দিন আহমাদ’র সভাপতিত্বে ও হাফেজ আশরাফ আলীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বাকি বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম হাসনাইন রাসেল, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মানসুরুল হক, নুরুজ্জামান নোমান প্রমুখ।
গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে আজ শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে গত (১৯ অক্টোবর) এই তথ্য জানানো হয়।
এছাড়া রাষ্ট্রীয়ভাবে শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমা ফিলিস্তিনে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া করার নির্দেশনা দেওয়া হয়।