সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা বা দূর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ পাইকগাছার কপিলমুনিতে প্রতি বছরের ন্যায় এবারও দূর্গোৎসব শুরু হয়েছে নান্দনিক সাজে।
এবার পূজায় উপজেলার কপিলমুনিস্থ মিলন মন্দির কেন্দ্রীয় পূজা মন্ডপ কর্তৃপক্ষ মূল পূজার পাশাপাশি দর্শনার্থীদের জানান দিতে উপস্থাপন করেছে একটি ব্যতিক্রমী বিষয়।যা সনাতনীদের পাশাপাশি ভিন্নধর্মাবলম্বীদের মাঝেও দারুণভাবে নাড়া দিয়েছে।মিলন মন্দির প্রগতি সংঘের ব্যানারে তারা এবার তুলে এনেছে আধুনিক কপিলমুনির রুপকার জনপদের মানুষের প্রাণ পূরুষ স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধুকে।
পূজায় মূল ধর্মীয় আচার ও রীতি অনুযায়ী শুক্রবার মহাষষ্ঠীতে সন্ধ্যা ৬ টায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও চন্ডীপাঠ, শ্রীমদ্ভবত গীতার শ্লোক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, গান ও নৃত্যানুষ্ঠান। যাদু প্রদর্শনী ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান।এতে যাদু প্রদর্শন করবেন, বাংলাদেশের অন্যতম খ্যাতিমান জাদুশিল্পী যাদুজগতের উজ্জ্বল নক্ষত্র ‘জাদুসূর্য’ পি.সি.সাহা।
তবে এবার পূজায় বিশেষ আকর্ষণ হিসেবে মিলন মন্দির কেন্দ্রীয় পূজা মন্ডপে মিলন মন্দির প্রগতি সংঘ আধুনিক কপিলমুনির স্থপতি স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধুকে উপস্থাপন করেছে ভিন্নরুপে।রায় সাহেব বিনোদ বিহারী সাধু গোটা জীবন পরিক্রমার ভাস্কর্য প্রদর্শন করে জনপদের মূল পূজার পাশাপাশি ব্যাতিক্রমী সংযোজনে অনন্য নজির স্থাপন করতে চলেছেন।
শারদীয় দূর্গোৎসবে মিলন মন্দির সার্বজনীন প্রগতি সংঘের পক্ষে এবারও বর্ণাঢ্য আয়োজন রয়েছে।যার মধ্যে অন্যতম হচ্ছে শারদীয় মায়ের প্রতীমা।
ধারণা করা হচ্ছে, এবার জেলার শ্রেষ্ট প্রতীমার মর্যাদা পাবে. পাশাপাশি ভাষ্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে আজকের কপিলমুনি তথা বিনোদগঞ্জ’র প্রতিষ্ঠাতা দানবীর স্বর্গীয় রায় সাহেব বিনোবিহারী সাধুর জীবন চিত্র।যা পূজারী দর্শনার্থীদের বিনোদ বিহারী সম্পর্কে জানতে বাড়তি অনুপ্রেরণা যোগাবে।
শুক্রবার মহা ষষ্ঠী পূজা উদ্বোধন ও পরিদর্শন করতে আসেন কেন্দ্রীয় ও খুলনা জেলা পূজা উৎযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পূজা উদ্বোধন করেন কেন্দ্রীয় পূজা উৎযাপন পরিষদের উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, মিলন মন্দির কমিটির সভাপতি দ্বিজেন সাধুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ পদ দাশ, প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা, সম্মানিত অতিথি ছিলেন এ্যাডভকেট তমাল কান্তি ঘোষ, বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা পূজা উৎযাপন পরিষদের সভাপতি সমিরন সাধু, পাইকগাছা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাধন কুমার ভদ্র, অনিমেষ সরকার রিন্টু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার বজলুর রহমান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন।
স্বাগত বক্তব্য রাখেন মিলন মন্দিরের পূর্ণ নির্মাণের পরিকল্পনাকারী বিশিষ্ট ব্যবসায়ী বিল্পব সাধু,বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক পবিত্র সাধু, অসিম সাধু, অশোক সাধুসহ মন্দির কমিটির অনন্য সদস্যবৃন্দ।এ সময় হাজারো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।