এম.আর.জে শান্ত :
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ২০ অক্টোবর শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনার তেরখাদা উপজেলার সকল স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের সমন্বয়ে গঠিত “তেরখাদা উপজেলা স্বেচ্ছাসেবী সমন্বয় মানবিক সংগঠন”।
তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে।
সমাবেশে উপস্থিত বক্তাগণ ফিলিস্তিনিদের প্রতি সমার্থন জানিয়ে তাদের প্রতি নির্বিচারে যে অবিচার করা হচ্ছে এসব দিক তুলে ধরেন এবং দখলদার ইজরায়েলীদের ঘৃণা প্রকাশ করেন।ফিলিস্তিনি বিষয়ে জাতিসংঘের নিরব ভূমিকার প্রতিবাদ করে বক্তারা।
বক্তারা আরো বলেন, ফিলিস্তিনি ইসূতে ও.আই.সি এর ভূমিকা আরো স্পষ্ট করা উচিত।এছাড়া ও.আই.সি ভুক্ত দেশগুলোর সহযোগিতা অব্যাহত রাখার জোর দাবী করেন বক্তারা।