পঞ্চগড়ের আটোয়ারীতে একই দিনে পানিতে ডুবে পৃথক দুই স্থানে দুটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (২০ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির সবার অগোচরে বাড়ির পাশে খালের পানিতে পড়ে মায়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মায়ান উপজেলার মির্জাপুর ইউনিয়ন পূর্ব সর্দারপাড়া গ্রামের মানিক হোসেনের পুত্র।
পরিবার জানায়, সকালে সবাই বাড়ির আনুষাঙ্গিক কাজ করছিল।সে সময় সবার অগোচরে মায়ান খেলতে খেলতে হঠাৎ করে বাইরে চলে আসে।কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
একদিকে, দুপুর বারোটার দিকে পানিতে পড়ে সিফাত (৪) নামে আরো একজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।সিফাত উপজেলার আলোয়াখোয়া ইউনিয়ন বামনকুমার খাসপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে।
পরিবার জানায়, দুপুর বারোটার দিকে সিফাত বাড়ির পাশে রাখালদেবী কিন্ডারগার্টেন স্কুলের মাঠে খেলা করছিল।কিন্তু খেলতে খেলতে সবার অগোচরে স্কুলের পাশে ডোবায় পড়ে যায় সে।অনেক খোঁজাখুঁজির পর তাকে ডোবা থেকে উদ্ধার করা হয়।পরে স্থানীয় এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন।
একই দিনে দুই ইউনিয়নে পানিতে পড়ে দুটি শিশু’র মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ এবং আলোয়াখোয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোজাক্কারুল আলম কচি।