বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চিঠিঃ কি নামে ডাকি তোমায়─ জান্নাতুল ফেরদৌসি বগুড়া-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আ’লীগের মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান রংপুর ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুমনা আক্তার লিলির মনোনয়ন সংগ্রহ মধুপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কৃষিবিদ সুইট বগুড়ার গোকুলে জমি সংক্রান্ত জেরে মুক্তিযুদ্ধাকে মারপিট করে আহত,থানায় অভিযোগ দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নৌকার মাঝি আহসানুল ইসলাম টিটু রাসিক মেয়র লিটনের সাথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের সাক্ষাৎ র‍্যাব-৫ এর অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ অস্ত্র কারবারী গ্রেফতার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাগেরহাটের সোহাগ
নোটিশ :
দেশের জনপ্রিয় সর্বাধুনিক নিয়ম-নীতি অনুসরণকৃত রাজশাহী কর্তৃক প্রকাশিত নতুনধারার অনলাইন নিউজ পোর্টাল ‘যমুনা প্রতিদিন ডট কম’

পোরশায় পাঁচ ডাকাত সদস্য আটক

নওগাঁর পোরশায় রাস্তায় ককটেল ফাটিয়ে ডাকাতী করার অভিযোগে পাঁচ ডাকাত সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

এরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানিবাড়ি (পত্তনডাংগা) গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে সায়েদ আলী (২৬), গোমস্তাপুর উপজেলার দুবইল(ঘোলাদিঘি) গ্রামের আজিবুর আলীর ছেলে তাজেল আলী (২১), শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের মৃত আস্তমিয়ার ছেলে সাইফুল ইসলাম মোক্তার আলী ওরফে মোক্তা(২৬), গোমস্তাপুর উপজেলার সুখানদিঘি(কান্দুপাড়া) গ্রামের আফসার আলীর ছেলে জহুরুল ইসলাম(৪৮) ও শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের ইসরাইল আলীর ছেলে হাসান আলী(২০)।

জানা গেছে, বুধবার দিবাগত রাতে সরাইগাছি-আড্ডা রোডের মোশানতলা নামক স্থানে ১২-১৫ জনের একটি ডাকাতদল সাপাহার থেকে আসা একটি ট্রাক ডাকাতী করছিল।এসময় ডাকাত সদস্যরা ককটেল ফাটিয়ে রোডে আতংক সৃষ্টি করে এবং এতে ট্রাকের দুইজন ব্যক্তি আহত হয়।আহতরা সেদিন রাতেই সাপাহার স্বাস্থ্যকমপ্লেক্সের ভর্তি হয়েছে বলে জানা গেছে।

তবে ওই সময় ট্রাকে থাকা লোকজনের চিৎকারে পাশের গ্রাম থেকে তেতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্ এর নির্দেশে প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলামের নেতৃত্বে স্থানীয় লোকজন এসে ডাকাতদের ধাওয়া করে।ফলে ডাকাত সদস্যরা পালিয়ে যায়।একই সময় ডাকাত দলের একজন সদস্যকে ভ্যান সহ তারা আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটককৃতের দেওয়া তথ্য মতে বৃহস্পতিবার ভোরে পোরশা থানা পুলিশ চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর এলাকা থেকে ডাকাত সদস্যদের আটক করেন।

এব্যাপারে থানায় মামলা হয়েছে।আটককৃতদের শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর ডাকাত সদস্যদের আটকের চেষ্ঠা চলছে বলে থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অফিসিয়াল ফেসবুক পেজ