বগুড়ার সারিয়াকান্দিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় সারিয়াকান্দি পৌরসভার সকল মুক্তিযোদ্ধা, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, মাতৃত্বকালীন ভাতা, টিসিবি কার্ডধারী সুবিধা ভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে পৌরসভা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর মেয়র মতিউর রহমান মতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু,সাংসদ পুত্র সাখাওয়াত হোসেন সজল, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান শাহিনুর বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, সাবেক কমিশনার খাজা নাজিমুদ্দিন, বয়স্কভাতা ভাতাভোগী আজিজার রহমান, টিসিবি কার্ডধারী রেহেনা বেগম।
সভা পরিচালনা করেন ৩ নং ওয়ার্ড কাউন্সিল বজলুর রহমান।