ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাহনূর।চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে তাকে দেখা যায়।প্রায় সময়ই তিনি অসচ্ছল মানুষের পাশে দাঁড়ান।
সম্প্রতি তিনি তার পিতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোজাফ্ফর আলীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
নিজ গ্রামে শাহনূর ফাউন্ডেশনের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করেছেন এ চিত্রনায়িকা।এ প্রসঙ্গে শাহনূর বলেন,আমাদের গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামে,শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।প্রচণ্ড ঠান্ডায় গ্রামের মানুষগুলো খুব কষ্ট পাচ্ছেন। আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে সেভাবেই তাদের পাশে গিয়ে দাঁড়ান,তাদেরকে সহযোগিতা করুন।আল্লাহ সবাইকে হেফাজত করুন।তিনি আরও বলেন আপনারা সবাই আমার আব্বুর জন্য অনেক অনেক দোয়া করবেন।আল্লাহ আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করুন।আমিন।
উল্লেখ্য,পিতার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৫জানুয়ারি পথ শিশুদের মাঝে খাবার বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছিলেন শাহনূর।এছাড়া কোরআন খতম এবং কয়েকটি মসজিদ উন্নয়নের জন্যও সহযোগিতা করেছেন তিনি।