মা আমার মা
এক অনুপমা,
তুলনা নেই তার
নেইও উপমা।
স্নেহভরা মায়া সে
সুনয়না আঁখি,
মুখভরা শুধু মায়া
চোখ ভরে দেখি।
আমার মায়ের মতো
আর কেউ আর নাই,
তাহার বদলে আমি
স্বর্গও নাহি চাই।
মা আমার স্বর্গ
মা আমার জান্নাহ,
তার কোলে মাথা রেখে
ভুলি সব বেদনা।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।