দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্র্রির (এসসিসিআই) ২০২৩-২০২৪ মেয়াদে ইয়াং ইন্টারপ্রেনার ফোরামের নির্বাহী সদস্য হলেন এরফান গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক সিআইপি মাহবুব আলম।
বুধবার (১৮ অক্টোবর) সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্র্রির জেনারেল সেক্রেটারী জুলফিকার আলী ভুট্টু স্বাক্ষরিত এক পত্রে তাকে ইয়াং ইন্টারপ্রেনার ফোরামের নির্বাহী সদস্য করা হয়।
সিআইপি মাহবুব আলম দীর্ঘদিন থেকে সুনামের সহিত এরফান গ্রুপের ব্যবসা পরিচালনা করে আসছেন।এর আগে মাহবুব আলম এফবিসিসিআই এর স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান হোটেল মোটেল অ্যাণ্ড রিসোর্ট এর দায়িত্ব পালন করেন।