১৮ বুধবার সকাল ৯ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলায় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজন করা হয় আলোচনা সভা। এর সাথে ডিজিটাল সংযোগ ইডিসি প্রকল্পের আওতায় জয় র্স্মাট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয় পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বুধবার সকাল ৯ ঘটিকায় শেখ রাসেলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ডিজিটাল সংযোগ ইডিসি প্রকল্পের আওতায় জয় র্স্মাট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার ভিত্তি প্রস্তুর স্থাপন করেন।
আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন মাহমুদুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডক্টর এ এফ এম মশিউর রহমান সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।