রাজশাহী মহানগরীরতে "সামাজিক কল্যাণ সংস্থা"র উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) বিকাল চার ঘটিকায় রাজশাহী মহানগরীর পার্কের মোড় সংলগ্ন সংস্থার কার্যলয়ে শতাধিক অসহায় প্রতিবন্ধীর মাঝে এ শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এসময় সমাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান বলেন, আমাদের সমাজে প্রতিবন্ধীরা অনেকেই অসহায় জীবন-যাপন করে থাকে।তাদের কেউ কেউ দুবেলা দুমুঠো খাবার খেতে পারেনা। কেউ কেউ বেঁচে থাকার জন্য বেছে নিয়েছে ভিক্ষাবৃত্তির পথ। এমনকি শীত নিবারণের জন্য সামান্য শীত বস্ত্র পর্যন্ত অনেকেরই নেই। এসকল দিক বিবেচনা করে সামাজিক কল্যাণ সংস্থার উদ্দোগে এসব হত দরিদ্র অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। আর তাই তারাও সমানভাবেই সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুল্লাহ আহাদ, ইসমাইল হোসেন রানা, পলাশ ইসলাম রিদয়, ইকলাসুর রহমান রাতুল, আফরিন আকতার মিলি, আরিফ হাসান সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নিহাল খান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য আবেদিত।