শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন সুজানগর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক পৌর প্রশাসক প্রয়াত আব্দুল লতিফ মাষ্টারের একমাত্র পুত্র নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম বাবলু।
তিনি শুক্রবার (২০ জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিহে………রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি বৃদ্ধ মা, স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে,আত্মীয়স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং তাকে এক নজর দেখার জন্য ভিড় জমায় অসংখ্য মানুষ।
শনিবার দুপুর ২টায় সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, সাবেক মেয়র আলহাজ আব্দুল ওহাব, জেলা পরিষদের সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাষ্টার, আব্দুল হাই, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল হক টুটুল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী, সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রবীন সাংবাদিক আব্দুস শুকুর, সমাজ সেবক আব্দুল জব্বার মাষ্টার, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, নাজিরগঞ্জ কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর শহীদ দুলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, বিআরডিবির চেয়ারম্যান একিউএম শামছুজ্জোহা বুলবুল,উলাট সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার সহকারী অধ্যাপক কেএম হেসাব উদ্দিন, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ, দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজের প্রভাষক ও পাবনা প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম সুইট, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম বাবু খান, খন্দকার হারুন-উর রশিদ, আব্দুস সালাম,শহিদুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ তার সহকর্মীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধি, তথা সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।
এর আগে রেজাউল করিম বাবলুর বর্ণাঢ্য জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অনেকেই।
বক্তারা স্মৃতিচারণ ছাড়াও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরে স্থানীয় তারাবাড়ীয়া কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এদিকে বড়াইগ্রাম উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।