কেশবপুরে ইসমাত আরা সাদেকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভা

- আপডেট সময় : ০৭:৫৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ২০৪ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
২১ জানুয়ারী বিকেলে কেশবপুর শহরের আবু সারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু,কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম কুমার রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মহিউদ্দিন খান আলমগীর টিটো, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর বি এম শহিদুজ্জামান শহিদ প্রমুখ।