ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশিক,সম্পাদক আরিফুল

- আপডেট সময় : ০৭:৪৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার সন্ধা ৭ টায় ইউনিটির অফিস কক্ষে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
দৈনিক সচিত্র মৈত্রীর সাব-এডিটর মোঃ ফজলুল করিম আশিক সভাপতি, দৈনিক জনবানীর ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি মোঃ মেছবাহুল আলম সহ-সভাপতি, দৈনিক আজকের সংবাদের মোঃ আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক, দৈনিক দেশের কন্ঠের মোঃ মনিরুল ইসলাম যুগ্ন-সাধারণ সম্পাদক, দৈনিক মত প্রকাশের মোঃ কামরুল হাসান কাজল সাংগঠনিক সম্পাদক, দৈনিক দক্ষিনের ক্রাইমের মাহমুদ হাসান অর্থ ও পরিকল্পনা সম্পাদক, দৈনিক আলোকিত সকালের মোঃ আবু মুসা দপ্তর সম্পাদক, দৈনিক ক্রাইম তালাশের এসএম. নুরুল আমিন প্রচার-প্রকাশনা সম্পাদক, দৈনিক দেশ সেবার মোঃ আব্দুর রউফ মন্ডল তথ্য ও গবেষণা সম্পাদক, দৈনিক বিশ্ব বার্তার মোঃ খলিলুর রহমান কার্যকরী সদস্য, ঢাকা টুয়েন্টিফোর লাইভের মোঃ রাসেল উদ্দিন কার্যকরী সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এসময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন গণমাধ্যমের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।